কাপ্তাইয়ে সুশাসন ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Nov 5, 2025 - 16:08
 0  7
কাপ্তাইয়ে সুশাসন ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা

রাঙামাটির কাপ্তাই উপজেলায় “সুশাসন প্রতিষ্ঠায় বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)-এর আয়োজনে এবং কাপ্তাই তথ্য অফিস ও কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও কাপ্তাই উপজেলার সুশীল সমাজের নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। জনগণ গণমাধ্যমের মাধ্যমে জানতে পারে সরকারি কার্যক্রম ও নীতিমালা কীভাবে বাস্তবায়িত হচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যম অপরিহার্য, এবং সুশাসন নিশ্চিত না হলে গণতন্ত্র টেকসই হয় না।”

তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপ প্রধান তথ্য কর্মকর্তা মো. সাঈদ হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং। স্বাগত বক্তব্য প্রদান করেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।

সভাটি সাংবাদিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow