নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজি চালকসহ ৬ জন নিহত, চালক গ্রেপ্তার
নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ ৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর কবিরহাট থানায় মামলা দায়ের করা হয় এবং অভিযুক্ত ট্রাক চালক আব্দুর জাহেরকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহতরা হলেন কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা অটোরিকশা চালক খোরশেদ আলম খোকন, নোয়াখালী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তানিম হাসান, ছাত্রী ইসরাত জাহান, বিবি কুলসুম, জান্নাত ও মো. সুমন।
বুধবার (৫ নভেম্বর) সকালে নিহত খোকনের ছেলে বাদী হয়ে সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করেন। দুর্ঘটনা ঘটেছিল গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার কবিরহাট-টু-বসুরহাট সড়কের আলিয়া মাদরাসা সংলগ্ন এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহর মাইজদী থেকে ৫ যাত্রী নিয়ে বসুরহাটের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী সিএনজি। পথে সিএনজির সামনের এক্সেল ভেঙে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে চাপা দিয়ে প্রায় ২০০ মিটার টেনে নিয়ে যায়। দুর্ঘটনায় সিএনজি চালকসহ ৪ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়া আরও ২ জন যাত্রীর মৃত্যু হয়।
গ্রেপ্তার ট্রাক চালক আব্দুর জাহের লক্ষীপুর জেলার চরবাদাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব চরশিতা গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে। পুলিশের অভিযানে প্রায় সোয়া ২ ঘন্টা পর নরোত্তমপুর ইউনিয়নের চিশতিয়া দরবার শরীফের সামনে থেকে তাকে আটক করা হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “মামলায় অভিযুক্ত ট্রাক চালককে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
What's Your Reaction?
রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ