আত্রাইয়ে ইউপি সদস্যার বিরুদ্ধে সরকারি ভাতা দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Nov 5, 2025 - 15:58
 0  4
আত্রাইয়ে ইউপি সদস্যার বিরুদ্ধে সরকারি ভাতা দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য বেগম আরার বিরুদ্ধে সরকারি অনুদান প্রদানের নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা জানান, তারা মাতৃত্বকালীন ভাতা ও ভিডব্লিউবি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার শিকার হয়েছেন।

স্থানীয় বাসিন্দা মোছাঃ রিপা বিবি ও মোঃ সামসুল সাহ বুধবার (৫ নভেম্বর) আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, বেগম আরা তাঁদের কাছ থেকে মোট ১৫,০০০ টাকা গ্রহণ করেছেন। রিপা বিবি জানান, তিনি মাতৃত্বকালীন ভাতা পাইয়ে দেওয়ার নামে ১০,০০০ টাকা দিয়েছেন। আর সামসুল সাহ বলেন, ভিডব্লিউবি কার্ডের জন্য বেগম আরা তাঁর কাছ থেকে ৫,০০০ টাকা নিয়েছেন।

দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও সরকারি ভাতা না পেয়ে তারা জানতে পারেন, ইউনিয়ন পরিষদ থেকে সরকারি অনুদান পাওয়ার জন্য কোনো অর্থের প্রয়োজন হয় না। এ বিষয়ে টাকা ফেরত চাইলে বেগম আরা কালক্ষেপণ করছেন এবং এখন পর্যন্ত টাকা ফেরত দেয়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেগম আরা বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এলাকার কিছু কুচক্রী মহল আমার সুনাম ক্ষুণ্ণ করতে চাচ্ছে। আমি কোনো টাকা গ্রহণ করিনি।”

হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন বলেন, “লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা পড়েছে। আশা করছি, তিনি অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করবেন।”

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরে আলম সিদ্দিক জানান, “লিখিত অভিযোগটি পেয়েছি। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow