ভ্যানস্ট্যান্ডের দখলে আলফাডাঙ্গা বাজার সড়ক, আলফাডাঙ্গা পৌর বাজারে যানজটে নাকাল মানুষ

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Nov 5, 2025 - 15:54
 0  15
ভ্যানস্ট্যান্ডের দখলে আলফাডাঙ্গা বাজার সড়ক, আলফাডাঙ্গা পৌর বাজারে যানজটে নাকাল মানুষ

আলফাডাঙ্গা বাজারের প্রধান সড়কটিকে যেন আস্ত গিলে খেয়েছে সারি সারি ভ্যান আর ঠেলাগাড়ি। যেখানে থাকার কথা ছিল গাড়ির অবাধ চলাচল, সেখানে তারা গড়ে তুলেছে তাদের অঘোষিত ‘রাজত্ব’। ফলাফল- শ্বাসরুদ্ধকর যানজট, পথচারীর হাঁটার সংগ্রাম আর ব্যবসায়ীদের মাথায় হাত। ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার এই প্রাণকেন্দ্রটি এখন নামেই সড়ক, কার্যত এক বিশাল ভ্যানস্ট্যান্ডে পরিণত হওয়ায় জনদুর্ভোগ পৌঁছেছে চরমে।

এই সড়কটি কেবল একটি সাধারণ রাস্তা নয়; এটি আলফাডাঙ্গা থানা, উপজেলা পরিষদ, বিভিন্ন ব্যাংক এবং শহরের প্রধান ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে যাতায়াতের একমাত্র ধমনি। কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সড়কের ওপর ভ্যানের দীর্ঘ সারি থাকায় এই গুরুত্বপূর্ণ পথটি সংকুচিত হয়ে পড়েছে। ফলে তীব্র যানজটে আটকে থেকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। এমনকি অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবা সংস্থার গাড়ি চলাচলেও মারাত্মক বাধার সৃষ্টি হচ্ছে।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ব্যবসায়ী হাসান মাস্টার বলেন, "রাস্তাটা যেন আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এটা এখন পুরোপুরি ভ্যানস্ট্যান্ড। এই জঞ্জালের কারণে দোকানে ক্রেতারা আসতে পারেন না, আমরাও সহজে মালামাল আনা-নেওয়া করতে পারি না।"

একই ভোগান্তির কথা শোনালেন পথচারী আইয়ুব আলী। তিনি বলেন, "প্রতিদিন এই রাস্তা পার হওয়া একটা যুদ্ধের মতো। ভ্যানের কারণে হাঁটার মতো জায়গাটুকুও অবশিষ্ট নেই।"

তবে এই পরিস্থিতির জন্য ভিন্ন যুক্তি রয়েছে ভ্যানচালকদের। নির্দিষ্ট কোনো স্ট্যান্ড না থাকায় সড়কের ওপর ভ্যান রাখা ছাড়া তাদের আর কোনো উপায় নেই বলে জানান তারা।

ভ্যানচালক এরশাদ হোসেন বলেন, "আমরা খেটে খাওয়া মানুষ, পরিবার চালাই। পৌরসভা যদি আমাদের জন্য একটি নির্দিষ্ট জায়গা দিত, তাহলে কেউই সড়কের ওপর বিশৃঙ্খলা তৈরি করত না।" আরেক চালক রুহুল আমিন যোগ করেন, "আমাদের জন্য একটি নির্ধারিত স্থান দিলে আমরা শৃঙ্খলার সাথেই সেখানে ভ্যান রাখব। আমরাও চাই না মানুষের কষ্ট হোক।"

সমস্যা সমাধানে স্থানীয়রা আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন খালি জায়গা অথবা কাশিয়ারী রোডে অবস্থিত পুরাতন ঢাকা স্ট্যান্ডকে নতুন ভ্যানস্ট্যান্ড হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। তাদের মতে, এতে বাজারের প্রধান সড়ক যানজটমুক্ত হবে এবং শৃঙ্খলা ফিরে আসবে।

এ বিষয়ে জানতে চাইলে আলফাডাঙ্গা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, "আমরা বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত। ভ্যানচালকদের জীবিকার প্রশ্ন যেমন জরুরি, তেমনি বাজারের শৃঙ্খলা ফেরানোও আমাদের দায়িত্ব। এ লক্ষ্যে খুব দ্রুত পৌর এলাকায় একটি স্থায়ী ও পরিকল্পিত ভ্যানস্ট্যান্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।"

প্রশাসনের এই আশ্বাসের পর দ্রুত বাস্তবায়নের দিকেই তাকিয়ে আছে আলফাডাঙ্গার সাধারণ মানুষ। তাদের একটাই প্রত্যাশা- একটি পরিকল্পিত ভ্যানস্ট্যান্ড নির্মাণের মাধ্যমে পৌরবাজারের দীর্ঘদিনের এই অচলাবস্থার অবসান ঘটুক, ফিরে আসুক স্বস্তির পরিবেশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow