বালিয়াকান্দিতে মৃত ছাগলের মাংস বিক্রির অভিযোগে অভিযান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে মৃত ছাগলের মাংস বিক্রির অভিযোগে রোববার (৩১ আগস্ট) সকালে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। তবে তদন্তে মৃত পশুর মাংস বিক্রির প্রমাণ পাওয়া যায়নি।
অভিযান পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
তদন্তে অভিযোগের সত্যতা না মিললেও ভিন্ন মানের মাংস বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে অভিযুক্ত ইব্রাহিমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী এক হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) জানান, ইব্রাহিম শনিবার (৩০ আগস্ট) একটি ছাগল জবাই করে ফ্রিজে সংরক্ষণ করেছিলেন এবং রোববার সকালে নতুন একটি ছাগল জবাই করে বিক্রি করছিলেন। এ সময় পুরোনো ও নতুন দুই ধরনের মাংস বিক্রি হলেও আলাদা করে চিহ্নিত করা হয়নি এবং মূল্যতালিকাও প্রদর্শিত হয়নি। ফলে ভোক্তাদের প্রতারিত হওয়ার সুযোগ তৈরি হয়।
অভিযান শেষে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।
What's Your Reaction?






