কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিজয় ২৪ হলে ২ লক্ষ টাকার মালামাল চুরি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে চুরির ঘটনা ঘটেছে। হলের ৪২৩ নম্বর কক্ষ থেকে শিক্ষার্থীদের দুইটি ল্যাপটপ, দুইটি মোবাইল ফোন এবং নগদ টাকা চুরি হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে এই চুরির ঘটনা ঘটে।
হলের সিসি ক্যামেরার ফুটেজ থেকে জানা যায়, লাল পাঞ্জাবি ও মুখে মাস্ক পরা এক ব্যক্তি সকাল ৮টা ৩১ মিনিটে ৪২৩ নম্বর কক্ষে প্রবেশ করে। প্রায় আট মিনিট অবস্থানের পর তিনি সকাল ৮টা ৩৮ মিনিটে কক্ষ থেকে বেরিয়ে যান। এ সময় কক্ষের শিক্ষার্থীদের ব্যক্তিগত মালামাল চুরি করে নিয়ে যান।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২০-২১ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের আবাসিক শিক্ষার্থী আদনান সাইফের একটি ল্যাপটপ ও কিছু নগদ টাকা, একই বর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী নূরে আলমের একটি ল্যাপটপ ও মোবাইল এবং বাংলা বিভাগের নাজমুল হোসেনের একটি মোবাইল চুরি হয়েছে। যার মূল্য দুই লক্ষ টাকার অধিক।
বিজয়-২৪ হলের প্রভোস্ট মাহমুদুল হাসান খান বলেন, 'খবর পাওয়ার পরপরই আমরা হলের এবং ক্যাম্পাসের সকল সিসিটিভি ফুটেজ চেক করেছি এবং কিছু ছবি পেয়েছি। শিক্ষার্থীরা ও ক্যাম্পাসের আইনশৃঙ্খলা বাহিনীসহ আমরা থানায় একটি জিডি করেছি। পুলিশ আমাদের আশ্বস্ত করেছেন যে উনার এটা গুরুত্ব দিয়ে দেখবেন এবং মোবাইল বা ল্যাপটপ চালু হলেই তারা লোকেশিন জানতে পারবেন বলে জানিয়েছেন।'
তিনি আরও বলেন, 'নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে ভিসি স্যার আজকে একটি জরুরী মিটিং ডেকেছেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে আনসার সদস্যগণ যে হলে দায়িত্ব পালন করেন তাদেরকে সেই হলেই রোটেশন অনুযায়ী স্থায়ী করে দেয়া হবে যাতে শিক্ষার্থীদেরকে চিনতে পারে। পাশাপাশি আমাদের হলের পুরাতন গেইটি রাত ১০ টা থেকে সকল ৯ টা পর্যন্ত বন্ধ থাকবে যাতে বহিরাগতরা হলের ভিতর দিয়ে যাতায়াত করতে না পারে। আজ রাতে আমাদের হলে একটি জরুরি মিটিং ডেকেছি সেখানে সকল শিক্ষার্থীসহ আমরা বসে আলোচনা করে নিরাপত্তা ব্যাবস্থা আরও জোরদার করার চেষ্টা করবো।'
What's Your Reaction?






