ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের সভা ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একই স্থানে বিএনপির দুই গ্রুপ সভার আহ্বান করায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন সোমবার (২৬ মে) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। ফলে নির্ধারিত সময় পর্যন্ত সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির নাসির গ্রুপ ও ঝুনু গ্রুপ আলফাডাঙ্গা চৌরাস্তার মোড়ে পৃথক দুটি সভার ডাক দেয়। উভয় পক্ষের নেতা-কর্মীরা নির্দিষ্ট দূরত্বে অবস্থান নিতে শুরু করলে মুহূর্তেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের আশঙ্কায় আলফাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দেয়।
এমন পরিস্থিতিতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান সকাল ১০টায় ১৪৪ ধারা জারি করেন, যা বহাল থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এদিকে, ঝুনু গ্রুপের নেতা খোশবুর রহমান খোকনের নেতৃত্বে একদল নেতা-কর্মী আলফাডাঙ্গা থেকে সরে গিয়ে পার্শ্ববর্তী বোয়ালমারী মাগুরা ব্রিজ এলাকায় সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধনের চেষ্টা চালান। তবে প্রশাসন সেখানে পৌঁছে মানববন্ধন ছত্রভঙ্গ করে দেয় এবং সবাইকে ঘটনাস্থল ত্যাগে বাধ্য করে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পুরো এলাকা নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বর্তমানে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
What's Your Reaction?






