ফরিদপুরে দরিদ্র পরিবারকে উচ্ছেদ চেষ্টা দাবী করে নারীর সাংবাদিক সম্মেলন

What's Your Reaction?







সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দারাজউদ্দীন মোল্যার ডাঙ্গী গ্রামে আলিম মুন্সীর পরিবারকে উচ্ছেদের উদ্দেশ্যে ধারাবাহিক হামলা, হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে। রবিবার (১৫ জুন) বিকালে চরভদ্রাসন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন আলিম মুন্সীর স্ত্রী জাহেদা বেগম।
লিখিত বক্তব্যে জাহেদা বেগম জানান, প্রতিবেশী সিয়াম খাঁ ও তার মা ঝর্ণা বেগম দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের পরিবারকে টার্গেট করে রাখে। গত ৩১ মে তার স্বামী আলিম মুন্সীকে অতর্কিতে মারধর করে গুরুতর আহত করে প্রতিপক্ষ। এ ঘটনায় থানা অভিযোগ দিলেও তা নথিভুক্ত না হওয়ায় বাধ্য হয়ে ১ জুন আদালতে অভিযোগ করেন।
অন্যদিকে, প্রতিপক্ষ ঝর্ণা বেগমের অভিযোগকে গুরুত্ব দিয়ে ৫ জুন তা মামলা হিসেবে গ্রহণ করে থানা পুলিশ, দাবি জাহেদার। ওই মামলায় তাকেসহ পরিবারের অন্যান্য সদস্য ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়। জাহেদার ভাষ্য, "আমার অভিযোগ নিতে গড়িমসি করা হলেও, তাদের অভিযোগ নিয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে। এটা সম্পূর্ণ একপাক্ষিক ও হয়রানিমূলক।"
তিনি আরও বলেন, সিয়াম খাঁ গং প্রভাবশালী হওয়ায় স্থানীয় কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না। ফলে তারা এলাকায় ত্রাস সৃষ্টির সুযোগ পাচ্ছে। জাহেদা দাবি করেন, তার পরিবারকে এলাকা ছাড়া করার উদ্দেশ্যেই একের পর এক হামলা-মামলার ঘটনা ঘটানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় গত ফেব্রুয়ারিতে তার কিশোর ছেলেকে মারধর, ঘরের পাশে বসে মাদক সেবন, অশ্লীল ইঙ্গিত ও মন্তব্য এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা। এসব ঘটনায় স্থানীয়ভাবে সালিশ হলেও প্রতিপক্ষের হুমকি বন্ধ হয়নি বলে জানান তিনি। বাধ্য হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জাহেদা বেগম দাবি করেন, "প্রতিপক্ষের বিরুদ্ধে বারবার অভিযোগ দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিচার না পেয়ে তারা আরও উগ্র হয়ে উঠেছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"
তিনি সম্প্রতি ফরিদপুর জেলা পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিকার চেয়ে।
এ বিষয়ে চরভদ্রাসন থানার ওসি রজিউল্লাহ খান জানান, "৩১ মে দুই পক্ষেরই মারামারির ঘটনা ঘটেছে। ঝর্ণা বেগম আঘাতপ্রাপ্ত হওয়ায় তার দেওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত করে মামলা রুজু করা হয়েছে। অপরদিকে, জাহেদা বেগমও জিডি করেছেন, তার বিষয়েও ব্যবস্থা নেয়া হয়েছে।"
তবে ভুক্তভোগীর পরিবারের দাবি, পুলিশের পক্ষপাতমূলক ভূমিকার কারণে তারা ন্যায়বিচার পাচ্ছেন না।
এলাকাবাসীর একাংশ জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপেক্ষ বিচার না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
Jul 1, 2025 0 224
Jul 9, 2025 0 142
Aug 1, 2025 0 122
Jul 5, 2025 0 107
Jul 21, 2025 0 99
Aug 2, 2025 0 2
Aug 2, 2025 0 3
Aug 2, 2025 0 9
Aug 2, 2025 0 2
Aug 2, 2025 0 2
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।