পোস্টমর্টেম ছাড়াই যুবতীর লাশ দাফন

ভোরের আলো ফোটার আগেই দুঃসংবাদের আঁধার নেমে এলো এক পরিবারে। ফরিদপুরের নগরকান্দায় শিউলি আক্তার (১৯) নামে এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে তার নিজের ঘর থেকে। পরিবারের পক্ষ থেকে এটিকে আত্মহত্যা বলা হলেও, কোনো ধরনের পোস্টমর্টেম ছাড়াই লাশ দাফন করায় ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও রহস্য।
শুক্রবার (৮ আগস্ট) ভোরে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত শিউলির মা আঙ্গুরী বেগম জামতলা করিম জুট মিলে রাতের ডিউটি শেষ করে ভোর সাড়ে পাঁচটার দিকে বাড়ি ফেরেন। মেয়ের ঘরের দরজা বন্ধ দেখে তিনি ডাকাডাকি শুরু করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তার মন কু-ডাক ডেকে ওঠে। পরে কৌশলে দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই এক ভয়াবহ দৃশ্য দেখতে পান তিনি। ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলছে তার আদরের মেয়ের নিথর দেহ।
তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তখনও মেয়ের বেঁচে থাকার ক্ষীণ আশা নিয়ে তারা শিউলিকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তিনি দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিউলিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আলম শেখ বলেন, "আমি গাড়ি চালাই, ঘটনার সময় বাড়িতে ছিলাম না। খবর পেয়ে ছুটে আসি। জানতে পারলাম, রাতে আমার স্ত্রী জুট মিলে ছিল। ঘরের বারান্দার এক কক্ষে আমার ছেলে আর ছেলের বউ ছিল, আর ভেতরের কক্ষে ছিল আমার মেয়ে শিউলি।"
কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, এমন একটি অস্বাভাবিক মৃত্যুর পরেও পরিবার থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। "পরিবারের কোনো অভিযোগ না থাকায়" লাশের পোস্টমর্টেম ছাড়াই দাফন সম্পন্ন হয়।
এই বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামের বক্তব্য ঘটনাটিতে এক নতুন মাত্রা যোগ করেছে। তিনি বলেন, "আত্মহত্যা বা যেকোনো অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে পুলিশকে জানানো বাধ্যতামূলক। আমাদেরকে না জানিয়ে এবং পোস্টমর্টেম ছাড়া লাশ দাফন করা একটি গুরুতর বিষয়। যেহেতু আমরা এখন ঘটনাটি জেনেছি, আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং আইনগতভাবে যা যা করণীয়, তা করা হবে।"
ওসির এই বক্তব্যে স্পষ্ট যে, বিষয়টি এখানেই থেমে যাচ্ছে না। একটি অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে কেন পরিবার তড়িঘড়ি করে পোস্টমর্টেম ছাড়া লাশ দাফন করল এবং কেনই বা পুলিশকে জানানো হলো না—এই প্রশ্নগুলো এখন বড় হয়ে দেখা দিয়েছে, যা একটি গভীর রহস্যের জন্ম দিয়েছে।
What's Your Reaction?






