ফরিদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শ্লোগান ধারণ করে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ফরিদপুর জেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে রবিবার ফরিদপুরের মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৯ টায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন, ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদদীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সোহরাব হোসেন। এতে দিনব্যাপী ১৬ টা ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
What's Your Reaction?






