নওগাঁয় প্রবীণ সাংবাদিক মাসুদুর রহমান রতনের স্মরণে সভা ও দোয়া মাহফিল

নওগাঁর প্রখ্যাত সাংবাদিক ও সাবেক প্রেসক্লাব নেতা মাসুদুর রহমান রতনের স্মরণে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রেসক্লাব।
অনুষ্ঠানে মাসুদুর রহমানের সহধর্মিনী ও একমাত্র কন্যাসহ উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হানুল আলম, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাবেক সভাপতি কায়েস উদ্দিন, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন, এমদাদুল হক সুমন, নবীর উদ্দিন, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রশীদ তারেক ও সাধারণ সম্পাদক ইউনুস আলী ফাইম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ ও সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
স্মরণসভায় বক্তারা মাসুদুর রহমান রতনের সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন ন্যায়পরায়ণ, নির্ভীক ও কর্মনিষ্ঠ সাংবাদিক। সাংবাদিকতা অঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
আলোচনা শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?






