গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না - নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদকঃ
Jul 28, 2025 - 16:23
 0  2
গণঅভ্যুত্থান না হলে নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না - নাহিদ ইসলাম

নির্বাচন পেছানোর চেষ্টার অভিযোগকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, "ফ্যাসিস্ট হাসিনার অধীনে নির্বাচনের জন্য আরও চার বছর অপেক্ষা করা লাগত। যে গণঅভ্যুত্থান হয়েছে, তা না হলে আপনারা নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না।"

আজ সোমবার দুপুরে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা শহরের ফৌজদারি মোড়ে এক পথসভায় তিনি এভাবেই সমালোচকদের জবাব দেন।

নাহিদ ইসলাম দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, "আমরা গণহত্যাসহ ফ্যাসিস্ট হাসিনার সব অন্যায়ের বিচার চাই, রাষ্ট্রীয় বিভিন্ন কাঠামোর সংস্কার চাই এবং নির্বাচনও চাই।" তিনি বলেন, ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে যে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে, সেই শহীদদের আকাঙ্ক্ষা পূরণ না করে কোনো নির্বাচন হবে না। শহীদদের পরিবার অর্থ চায় না, তারা চায় সম্মান ও একটি নতুন বাংলাদেশ, যেখানে আর কোনো বৈষম্য থাকবে না।

ঐকমত্য কমিশনে পুলিশ কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে নাহিদ বলেন, "আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে পুলিশ বা নির্বাচন কমিশন দলীয় ক্যাডার হিসেবে কাজ করবে না, বরং জনগণের প্রকৃত সেবক ও বন্ধু হয়ে উঠবে।"

রাষ্ট্রীয় সংস্কারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বলেন, "এমনভাবে সংস্কার করতে হবে, যেন কোনো ব্যক্তির হাতে একক ক্ষমতা আর কখনো কুক্ষিগত না হতে পারে।" তিনি আগামী ৫ আগস্টের মধ্যে 'জুলাই সনদ' ঘোষণার দাবি জানিয়ে দেশের স্বার্থে সকল পক্ষকে দলীয় বিভেদ ভুলে ঐক্যের আহ্বান জানান।

পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান এবং মশিউর রহমান শুভ। তাদের সবার কণ্ঠেই ছিল বিচার, সংস্কার এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow