আদালতের পথেই স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল নওগাঁর জুথির

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Sep 11, 2025 - 14:56
 0  5
আদালতের পথেই স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল নওগাঁর জুথির

যে প্রেমের জন্য পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সেই প্রেমই কাল হলো নওগাঁর জুথি খাতুনের (২২) জন্য। বিশ্বাস আর ভালোবাসার মানুষটির হাতেই নির্মমভাবে খুন হলেন তিনি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার কাঠাতলী এলাকায় আদালতের শুনানিতে যাওয়ার পথে স্বামী তানভীরের ছুরিকাঘাতে প্রাণ হারান জুথি।

নিহত জুথি সদর উপজেলার আনন্দনগর মৃধা পাড়ার বাসিন্দা ঝন্টু প্রামাণিকের মেয়ে। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে গাজীপুরের বাসিন্দা তানভীরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান জুথি। পরিবারের অমতেই ভালোবাসার মানুষকে বিয়ে করে ঘর বাঁধেন তিনি। কিন্তু বিয়ের কয়েক মাস যেতে না যেতেই জুথির স্বপ্ন ভাঙে। তিনি জানতে পারেন, স্বামী তানভীরের আগে থেকেই আরও একটি স্ত্রী রয়েছে। এই সত্য প্রকাশ পাওয়ার পর থেকেই তাদের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে এবং শুরু হয় পারিবারিক কলহ।

সহ্য করতে না পেরে একপর্যায়ে জুথি স্বামীর বাড়ি ছেড়ে নওগাঁয় বাবার বাড়িতে ফিরে আসেন। শুধু তাই নয়, প্রতারণার বিচার চেয়ে তিনি আদালতে স্বামীর বিরুদ্ধে একটি মামলাও দায়ের করেন।

বৃহস্পতিবার ছিল সেই মামলারই শুনানির দিন। বিচার পাওয়ার আশায় সকালে বাড়ি থেকে আদালতের উদ্দেশে রওনা হয়েছিলেন জুথি। কিন্তু তিনি জানতেন না, পথেই তার জন্য ওঁৎ পেতে আছে মৃত্যু। প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠাতলী এলাকার প্রধান সড়কের পাশে একটি মাইক্রোবাস নিয়ে আগে থেকেই অপেক্ষা করছিল স্বামী তানভীর। জুথি সেখানে পৌঁছানো মাত্রই তানভীর গাড়ি থেকে নেমে তার ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জুথিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।" তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow