কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Sep 11, 2025 - 16:08
 0  13
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মায়ের  হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহিদ আবদুল কাইয়ুম চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে লোক প্রশাসন বিভাগসহ বিভিন্ন বিভাগের প্রায় চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিল। 

এ সময়, "তুমি কে আমি কে, সুমাইয়া সুমাইয়া; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, হত্যা কারীর ফাঁসি চাই ; জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে ; আমার বোন খুন কেন, প্রশাসন জবাব চাই; বিচার নিয়ে টালবাহানা, চলবে না চলবে না" বলে স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা ।


লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোরসালিনা বেগম বলেন, "আমরা হত্যাকাণ্ডের পর থেকেই যে তথ্যগুলো পাচ্ছি  সবগুলোতে অসংগতি লক্ষ্য করছি। আমরা পুলিশ সুপারের কাছে হত্যাকাণ্ড সম্পর্কে  জানতে চাইলে উনি তা এড়িয়ে যান, সর্বোপরি আমরা প্রশাসনের কাছে। আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসন সুমাইয়া হত্যার বিচার নিশ্চিত করবে ।"

ইনকিলাব মঞ্চ কুবির আহ্বায়ক মো. হান্নান রাহিম বলেন, "এত নির্মম হত্যাকাণ্ডের শিকার কুমিল্লা  বিশ্ববিদ্যালয় আগে  কখনো হয়নি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এমন ঘটনা নিয়মিত ঘটছে, কিন্তু প্রশাসন দৃশ্যমান কোন বিচার না করায় এমন ঘটনা দিন দিন বাড়ছে। আমি এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচার দাবি করি এবং  সামনে এমন ঘটনা যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীদের সাথে ঘটে আমরা কুমিল্লার জমিনকে নাড়িয়ে দেবো"।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দীন মোহাম্মদ রুবেল বলেন "আমরা এখনো বলতে পারছি না হত্যার আসল রহস্য কী? আমি স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ চাচ্ছি, তারা যেন এ বিষয়ে কনসার্ন হন। আসামিদের এমন দৃশ্যমান বিচার চাই যা সারা দেশে ছড়িয়ে পড়বে। সুমাইয়া জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে ছিল। যতক্ষণ পর্যন্ত না এ ঘটনার বিচার পাচ্ছি শেষ পর্যন্ত আমরা লেগে থাকব।"

লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোসা: শামসুন্নাহার বলেন,"ঘরের মধ্যে ঢুকে হত্যা করা এটা  কল্পনাও করা যায় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বিভাগ এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের পাশে আছি। ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার হয়েছে কিন্তু এখনো জানি না আসামীর সাথে অন্য কেউ জড়িত ছিল কিনা। এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া যেন বিলম্বিত না হয়  প্রশাসনের কাছে এই দাবি জানাচ্ছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow