ব্রাহ্মণবাড়িয়ায় আবারও গুলাগুলি ১ যুবক গুলিবিদ্ধ

জায়শা জাহান মিমি, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়াঃ
Dec 18, 2025 - 17:11
 0  6
ব্রাহ্মণবাড়িয়ায় আবারও গুলাগুলি ১ যুবক গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফপাড়া গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে সাগর মিয়া (৩৫) নামে এক যুবক গু/লিবিদ্ধ হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সাগরকে তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ফুলবাড়িয়া এলাকার সাগর ও মুন্সেফপাড়া এলাকার ইমন নামে দুই যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই বুধবার সন্ধ্যায় মুন্সেফপাড়ায় গু/লাগু/লির ঘটনা ঘটে। তবে ঠিক কী বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে এই বিরোধ সৃষ্টি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গুলিবর্ষণের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে তিনি জানান।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow