ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে দুর্ধর্ষ ছিনতাই: যুবককে কুপিয়ে টাকা ও মোবাইল লুট
ব্রাহ্মণবাড়িয়া শহরের রেলওয়ে স্টেশন এলাকায় সংঘটিত এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদ ইমন (২২) নামে এক মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে রেলস্টেশন সংলগ্ন রমি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আনন্দ বাজারের মাছ ব্যবসায়ী ইমন ব্যবসা শেষ করে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্তের হামলার শিকার হন। হামলাকারীরা ধারালো অস্ত্র (ডেগার) দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার কাছ থেকে মাছ বিক্রির নগদ প্রায় ৩০ হাজার টাকা ও ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
আহত ইমন জানান, হামলায় নেতৃত্বদানকারী হিসেবে স্থানীয়ভাবে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন— রসুল মিয়া (২৫), পিতা: হানিফ মিয়া; জাহাঙ্গীর (২৪), পিতা: শফিক মিয়া এবং সোহান (২৩), পিতা: রাসেল। তাদের সঙ্গে আরও ৮ থেকে ১০ জন অজ্ঞাতনামা যুবক হামলায় অংশ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জনবহুল এলাকায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে দুর্বৃত্তরা ইমনের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং হামলার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। রমি হোটেলের কর্মচারী ও স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ইমনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, চিহ্নিত অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। রেলওয়ে স্টেশনের মতো গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ স্থানে এমন বেপরোয়া হামলা সাধারণ ব্যবসায়ী ও পথচারীদের নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রশ্নের মুখে ফেলেছে।
আহত ইমন প্রাথমিক চিকিৎসা শেষে মামলার উদ্দেশ্যে সদর থানায় অবস্থান করছেন। পরিবার সূত্রে জানা গেছে, নামধারী অভিযুক্তদের পাশাপাশি অজ্ঞাতনামা হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়রা দ্রুত সব অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
What's Your Reaction?
জান্নাত আক্তার, সদর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ