নেছারাবাদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
পিরোজপুরের নেছারাবাদে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেছারাবাদ পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেনের সভাপতিত্বে দলীয় কার্যালয় চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে সকালে নেতা-কর্মীরা বর্ণাঢ্য র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান, পিরোজপুর-২ (ভান্ডারিয়া–কাউখালী ও নেছারাবাদ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন, স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন প্রমুখ।
এ সময়ে পিরোজপুর-২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন। এই দিনে সৈনিক–জনতার ঐক্যে দেশপ্রেমিক শক্তি রাষ্ট্রক্ষমতায় আসে, দেশে নতুন করে স্বাধীনতার চেতনা জাগ্রত হয়। আজ আমরা সেই ঐক্যের চেতনাকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে আছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের জন্য বিএনপি দৃঢ়ভাবে লড়ছে। জনগণই আজ পরিবর্তনের প্রত্যাশায় বিএনপির পাশে রয়েছে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী মতকে দমন করা হচ্ছে। কিন্তু জনগণের রায়কে কখনোই বন্দী রাখা যায় না। খুব শিগগিরই এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এবং দলের স্বার্থে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ