রোয়াংছড়িতে মাসব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বান্দরবানের রোয়াংছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের মাসব্যাপী দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনীন জেতবন বৌদ্ধ বিহার ও খায়াম্রং পাড়ার বৌদ্ধ বিহারে পৃথকভাবে এ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সকালের প্রথম পর্বে নানান ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুরা সারিবদ্ধভাবে পিণ্ডাচারণ করেন। এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মপ্রাণ দায়ক-দায়িকারা ভিক্ষুদের উদ্দেশে ফলমূলসহ নানান দানীয় বস্তু অর্পণ করেন।
দ্বিতীয় পর্বে দুপুর ২টায় দায়ক-দায়িকাদের গৃহশীল হিসেবে পঞ্চশীল গ্রহণ ও ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনীন জেতবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ভদন্ত উ: পঞঞানাইন্দা মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, সংঘরাজ ভদন্ত উ: সোমা মহাথের, অধ্যক্ষ, ভাঙ্গামুড়া বিহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মাধবদী মারমা, রোয়াংছড়ি মৌজার হেডম্যান চসিংপ্রু মারমা, রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, এবং চীবর দান উদযাপন কমিটির আহ্বায়ক আহ্লামং মারমা।
অনুষ্ঠানে হাজারো ধর্মপ্রাণ নর-নারী, কিশোর-কিশোরী, যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ধর্মসভার শেষে বিশ্ব শান্তি কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, সমবেত প্রার্থনা, ফানুস উত্তোলন ও ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে রোয়াংছড়ি কেন্দ্রীয় সার্বজনীন জেতবন বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসবের পরিসমাপ্তি ঘটে।
What's Your Reaction?
সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি, বান্দরবানঃ