আশুলিয়ায় দুই ডাকাত সদস্য গ্রেফতার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Oct 31, 2025 - 14:40
 0  6
আশুলিয়ায় দুই ডাকাত সদস্য গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ উত্তর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১১টা ৩০ মিনিটের দিকে নবীনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম)–এর নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) সিরাজ উদ দৌলাহ, সংগীয় অফিসার ও ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতার দুইজন হলেন মোঃ আশিকুল ইসলাম স্বপন (৩৪) এবং মোঃ নবাব (২৮)। আশিকুল ইসলামের স্থায়ী ঠিকানা বরিশালের গৌরনদী উপজেলার উত্তর সিবাশা গ্রামে। বর্তমানে তিনি আশুলিয়ার কুরগাও নতুনপাড়ায় সেলিমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপরজন মোঃ নবাবের স্থায়ী ঠিকানা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাদার হাটখোলা এলাকায়। বর্তমানে তিনি ধামরাইয়ের দক্ষিণপাড়া ৫ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, আশুলিয়া, সাভার ও ধামরাইসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার থানায় মামলা (নম্বর–৭৪, তারিখ–১৯/১০/২০২৫, ধারা–৩৯৯/৪০২ দণ্ডবিধি) রুজু রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow