আশুলিয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম)–এর নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আব্দুস সালাম সংগীয় ফোর্সসহ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে আশুলিয়া থানার ঘোষবাগ এলাকার সোনা মিয়া মার্কেট সংলগ্ন মায়ের দোয়া স্টোরের সামনে পাকা রাস্তা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মোঃ আলফাজ (২৩), পিতা মৃত আব্দুল রাজ্জাক, মাতা মোসাঃ শান্তনা বেগম, স্থায়ী ঠিকানা মানিকগঞ্জের সাটুরিয়া থানার নয়াডিংগি গ্রাম; বর্তমানে ঘোষবাগ সোনা মিয়া মার্কেট এলাকার সাইফুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। অপরজন মোঃ শাকিব হাসান (২২), পিতা মোঃ ফরিদ উদ্দিন, মাতা মোসাঃ শাপলা খাতুন, স্থায়ী ঠিকানা পাবনা জেলার সাথিয়া থানার সাথিয়া গ্রাম; বর্তমানে ঘোষবাগ সোনিয়া মার্কেট এলাকার মজিবর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
তল্লাশিকালে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
What's Your Reaction?
মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ