সাভারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Nov 9, 2025 - 22:58
 0  2
সাভারে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

ঢাকার সাভারে নিষিদ্ধ কার্যক্রম ঘোষিত আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৯ই নভেম্বর) ভোর রাতে সাভারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। তিনি জানান, “গ্রেফতারকৃতরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা, নাশকতার পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা, সরকারবিরোধী উসকানি ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।”

গ্রেফতারকৃতরা হলেন, সাভার পৌরসভার আনন্দপুর সিটিলেন এলাকার আমির হোসেনের ছেলে পিওস (২১), একই এলাকার আজহার আলী সোহেলের ছেলে সালমান (২২), আমিনুল ইসলামের ছেলে রাব্বি (২০), হেলাল শেখের ছেলে শাকিল (২৪), মাসুদের ছেলে সোহাগ (১৮)। আক্কেল আলীর ছেলে আমির হোসেন (৫০), পশ্চিম রাজাসন এলাকার ফেরদৌস হোসেন রুবেল (২৮), বক্তারপুর এলাকার শাকিল আহমেদ জয় (২৯), কাউন্দিয়া গোপাল বাবু রাজবংশীর ছেলে নিত্য বাবু রাজবংশী (৫৫), পশ্চিম কলমা এলাকার ইসমাইল মিয়ার ছেলে মিজানুর রহমান রাসেল (৪২), তেঁতুলঝরা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার হান্নান সরকারের ছেলে টিপু সুলতান (২৭),  ধামরাই চরশঙ্খর এলাকার নূর মোহাম্মদের ছেলে শরিফুল ইসলাম (৩২), বক্তারপুর এলাকার কবির শেখের ছেলে আয়নাল শেখ (৩৮)। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তাদের কাছ থেকে উসকানি দিতে প্রচারণামূলক উপকরণ, মোবাইল ফোন এবং সন্দেহজনক কিছু আলামত উদ্ধার করা হয়েছে, যা যাচাই–বাছাই শেষে জব্দ করে আদালতে উপস্থাপন করা হয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, “দেশের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় সাভার মডেল থানা কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করবে না। এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও যাদের নাম পাওয়া গেছে তাদের ধরতে অভিযান চলছে।

এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে  এবং গণহত্যার এজাহার নামীয় বাকি আসামিসহ গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow