রাজশাহীতে শুরু হচ্ছে বইমেলা

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Oct 31, 2025 - 14:37
 0  6
রাজশাহীতে শুরু হচ্ছে বইমেলা

রাজশাহী বিভাগীয় বইমেলা শুক্রবার শুরু হচ্ছে। মেলায় জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টল থেকে পুরাতন বই বদল করে নতুন বই নেওয়া যাবে। বইমেলা উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, বিকাল ৪টায় বইমেলার উদ্বোধন হবে এবং এটি চলবে ৮ নভেম্বর পর্যন্ত। ছুটির দিন বাদে মেলা চলবে বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত, আর ছুটির দিনে শুরু হবে বেলা ১১টায়।

মেলায় অংশ নিচ্ছে ১১টি সরকারি দপ্তর এবং ৭০টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠান। তারা তাদের প্রকাশিত পুস্তক প্রদর্শন ও বিক্রি করবে। শিশুদের জন্য রাখা হয়েছে বিশেষ শিশু কর্ণার এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এবারের বইমেলাতে থাকবে বিশাল মূল্যছাড়, লেখক ও পাঠক আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিষয়ভিত্তিক আলোচনা সভা। এছাড়া বই কিনতে পারার সামর্থ্য না থাকা পাঠকদের জন্য জাতীয় গ্রন্থকেন্দ্র বই বদলের সুবিধা দিচ্ছে।

রাজশাহী বিভাগের পাঠক ও শিক্ষার্থীদের জন্য বইমেলাটি এক সৃজনশীল এবং শিক্ষামূলক আয়োজন হিসেবে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow