নোয়াখালীর বেগমগঞ্জে ১৪ মামলার পলাতক আসামি 'কসাই জাহাঙ্গীর' গ্রেফতার

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Oct 27, 2025 - 12:28
 0  5
নোয়াখালীর বেগমগঞ্জে ১৪ মামলার পলাতক আসামি 'কসাই জাহাঙ্গীর' গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ১৪ মামলার আসামি জাহাঙ্গীর আলম ওরফে 'কসাই জাহাঙ্গীর' (৪৩) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রবিবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম চৌমুহনী পৌরসভার নাজিরপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি এবং মাদকসহ মোট ১৪টি মামলা রয়েছে এবং তিনি একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মিঠুন কুমার কুন্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল মিরওয়ারিশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে অভিযান চালায়। এসময় স্থানীয় রিয়াজ স্টোরের সামনে থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

মিঠুন কুমার কুন্ডু আরও বলেন, "তাকে ধরার জন্য র‍্যাবের সদস্যরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল এবং অবশেষে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।"

গ্রেপ্তারের পর জাহাঙ্গীর আলমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow