জুবায়ের হত্যার প্রতিবাদে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 20, 2025 - 14:34
 0  2
জুবায়ের হত্যার প্রতিবাদে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন হত্যার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে সরকারি রাজেন্দ্র কলেজ শহর ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পারভেজ খানের সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, জুবায়েদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস, সহ-সভাপতি মোহাম্মদ কায়েস ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল হাসান, প্রচার সম্পাদক মাইদুল হাসান স্মরণ, মহানগর ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাহিম ও মামুনুর রহমান।

এ সময় বক্তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সদস্য জুবায়েদ হোসাইনের হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। কর্মসূচিতে কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow