সিরাজদিখানে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Jul 25, 2025 - 22:08
 0  1
সিরাজদিখানে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে এক পরিবারের ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে পরিবারের চার সদস্যকে হাত-পা বেঁধে একটি কক্ষে আটকে রাখে এবং ঘরের আসবাবপত্র তছনছ করে লুট করে নেয় স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ। ঘটনার পর স্থানীয় জনতা ধাওয়া দিয়ে দুইজন ডাকাতকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারখোলা গ্রামে প্রেমানন্দ মণ্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য পঙ্কজ মণ্ডল জানান, ৮-১০ জনের মুখোশধারী ডাকাতদল ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ঘরে হানা দেয়। ঘরে থাকা ১৬ ভরি স্বর্ণালঙ্কার, ১ ভরি ৬ আনা রূপা, নগদ ৮৩ হাজার টাকা ও ১২০ ইউরো লুট করে তারা পালিয়ে যায়। এ সময় তাকে মারধরও করা হয়।

ডাকাতি শেষে পালানোর সময় স্থানীয়দের সহযোগিতায় ধরা পড়ে দুই ডাকাত—ইমরান বেপারী (২৪) ও শাহিন হাওলাদার (৪৫)। ধৃত ইমরান বরগুনা সদর থানার জাকিরচর গ্রামের হাশেম বেপারীর ছেলে। তাদের কাছ থেকে সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে কোনো আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি।

শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তাজুল ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে এক ডাকাতকে আটক করি এবং পরে অভিযান চালিয়ে আরেকজনকে ধরা হয়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইব্রাহিম জানান, “আটক দুই ডাকাতের একজন থানা হেফাজতে রয়েছে, অন্যজন গণপিটুনিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এ ডাকাতি পূর্বপরিকল্পিত বলেই ধারণা করা হচ্ছে।”

তিনি আরও জানান, ডাকাতদের ধরতে এবং অস্ত্র উদ্ধার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow