সরাইলে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ইস্কফসহ মাদক চোরাকারবারী আটক

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Jul 27, 2025 - 02:06
 0  0
সরাইলে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় ইস্কফসহ মাদক চোরাকারবারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ধর্মঘর বিওপির বিশেষ অভিযানে ভারতীয় নিষিদ্ধ কফ সিরাপ ‘ইস্কফ’ বহনকারী এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটে মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। টহলদলটি দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৯৯৫/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকায় তল্লাশি চালিয়ে মোঃ মোস্তাহিদ মিয়া (২০) কে আটক করে।

আটককৃত মোস্তাহিদ কালিকাপুর গ্রামের মোঃ ওয়াদ আলীর ছেলে। তার কাছ থেকে ৫০ বোতল ভারতীয় ইস্কফ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাদকসহ মাধবপুর থানায় হস্তান্তর করে নিয়মিত মামলায় সোপর্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow