সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং সোহাগ হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তাল ছাত্রসমাজ

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
Jul 12, 2025 - 21:44
 0  2
সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং সোহাগ হত্যার বিচার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় উত্তাল ছাত্রসমাজ

ঢাকা মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার (১২ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

সকাল ১১টায় কলেজ চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়। ছাত্রনেতা মুহাইমিনুল আজবিন ও শাহীন-এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা "রাষ্ট্র কেন নীরব?", "সোহাগ হত্যার বিচার চাই", "সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ করো"—এমন নানা স্লোগানে শহর প্রকম্পিত করে তোলে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, “চিকিৎসা সেবা পাওয়ার কথা যেখানে, সেখানে একজন নিরপরাধ মানুষকে পিটিয়ে হত্যা করা আমাদের মানবাধিকার ও নাগরিক নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। এই ঘটনা আমাদের গভীরভাবে শঙ্কিত করেছে।”

তারা আরও বলেন, “হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পরও যদি অভিযুক্তরা ধরা না পড়ে, তবে রাষ্ট্রের বিচারব্যবস্থা নিয়েই প্রশ্ন থেকে যায়। এটি চরম ব্যর্থতা।”

সমাবেশে বক্তারা হুঁশিয়ার করে বলেন, “যদি অবিলম্বে সোহাগ হত্যার বিচার না হয়, তাহলে ছাত্র সমাজ সারা দেশে কঠোর আন্দোলনে নামবে।”

প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীরা সরকারের কাছে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এছাড়া সন্ত্রাস, চাঁদাবাজি ও ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow