শ্রীনগরে জমজ শিশু পুকুরে ডুবিয়ে হত্যা: মা-বাবা আটক

মুন্সীগঞ্জের শ্রীনগরে ছয় মাস বয়সী জমজ দুই কন্যা শিশু লামিয়া ও সামিহাকে পুকুরে ডুবিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী এলাকার বিলের বাড়ি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
ঘটনার পরপরই পুলিশ শিশুদ্বয়ের মা শান্তা বেগম ও বাবা সোহাগ মিয়াকে আটক করে। গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শিশুদের চাচা মো. শাকিব অভিযোগ করেন, মা শান্তা বেগম নিজেই শিশু দুটিকে পুকুরে ফেলে হত্যা করেছেন। তবে শান্তা বেগম দাবি করেছেন, তার স্বামী সোহাগ মিয়াই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। অন্যদিকে, সোহাগ মিয়া বলেন, তিনি বাজারে ছিলেন এবং ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন না। তাঁর ভাষ্য অনুযায়ী, রাত সোয়া ৮টার দিকে শান্তা তাকে ডেকে জানান, শিশুদের বাবা (সোহাগ) পুকুরে ফেলে দিয়েছেন। পরে দুজনেই মিলে পুকুর থেকে শিশুদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সিনথিয়া নূর শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে স্বামী-স্ত্রী দুজনকেই সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।” শিশুদের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা ধারণা করছেন, দিনমজুর সোহাগ মিয়ার পরিবারের অভ্যন্তরীণ কলহ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
What's Your Reaction?






