শ্রমিক বান্ধব ‘আল্লাহভীরু সরকার’-এর দাবি মাসুদ সাঈদীর

“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পিরোজপুর জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১ মে) এক বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর সুযোগ্য পুত্র, জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ্ব মাসুদ সাঈদী।
মাসুদ সাঈদী বলেন, “শ্রমিকরা দেশের অন্যতম চালিকাশক্তি হলেও নানাভাবে নিগ্রহ ও বৈষম্যের শিকার হচ্ছেন। মালিকরা লাভবান হলেও শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবনের সুযোগ দিতে হবে, যেখানে তারা প্রতিযোগিতামূলক বাজারে ন্যায্য মজুরি পাবে এবং তা দিয়ে পরিবারের সদস্যদের ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা দিতে পারবে।”
তিনি আরও বলেন, “শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। কর্মস্থলে ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ দিতে হবে এবং পেশাগত সমস্যাগুলো তুলে ধরার জন্য মত প্রকাশের সুযোগ দিতে হবে। এ লক্ষ্যে আমরা সরকারের দায়িত্বশীল ভূমিকা দেখতে চাই। আমরা চাই একটি শ্রমিকবান্ধব, আল্লাহভীরু সরকার—যা শ্রমিকের অধিকার সংরক্ষণে অগ্রণী ভূমিকা রাখবে।”
শ্রমিকদের বর্তমান দুরবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, “অনেক শিল্প-কারখানায় শ্রমিকরা এতই কম বেতন পান যে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে। তাদেরকে বাধ্য হয়ে অতিরিক্ত সময় কাজ করতে হয়, অথচ অনেক ক্ষেত্রে ওভারটাইমের অর্থও ঠিকভাবে দেওয়া হয় না। এটি চরম অমানবিক। আমরা এই অমানবিক জীবনের অবসান চাই।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মো. সিদ্দকুল ইসলাম, সাবেক জেলা সভাপতি মো. জহিরুল হক, জেলা উপদেষ্টা আব্দুর রাজ্জাক শেখ, পৌর উপদেষ্টা ইসাহাক আলী খান এবং সদর উপজেলা উপদেষ্টা মো. সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আল আমিন শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।
মাসুদ সাঈদী তাঁর বক্তব্যে আরও বলেন, “শ্রমিক ও মালিক এক হয়ে দাঁড়ালেই সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে। তাদের যৌথ প্রচেষ্টাতেই একটি আত্মনির্ভর, বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। আমরা জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের চেতনায় বিশ্বাস করি এবং সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।”
What's Your Reaction?






