লামায় আবুল টোব্যাকো অফিস থেকে লুট হওয়া ১৮ লাখ টাকা উদ্ধার, আটকের সংখ্যা বেড়ে ৮

লুট হওয়া টাকার খোঁজে পুলিশের অভিযানে শনিবার (১৭ মে) বেলা ১১টা সরকারি নির্দেশনায় একটি বিশাল আঙ্গিনায় মাটি খুঁড়ে ১৮ লাখ টাকা উদ্ধার করা হয়। অভিযানে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ডাকাতি মামলার প্রধান আসামী করিম এর স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী বাড়ির আঙিনায় প্রথমে এক লাখ টাকা খুঁজে বের করা হয়; পরে পাশের জমিনে খোঁড়াখুঁড়িতে আরও ১৮ লাখ টাকার প্যাকেট ফেলা অবস্থায় উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় করিমের মায়ের বাড়ির পাশ থেকে ২ লাখ ৬৭ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এই নতুন চালিকাপ্রয়োগে এ পর্যন্ত মোট উদ্ধার হওয়া টাকার পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ১৭ হাজার ২০০ টাকায়।
আজ পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে। আটকের তালিকায় রয়েছে প্রধান আসামী করিমের মা, বাবা, স্ত্রী ও বোনসহ অন্যান্য সহযোগীরা। পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তা জানান, “জিজ্ঞাসাবাদ ও ফলো-আপ অভিযানে আরও সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে।”
প্রসঙ্গত, গত শুক্রবার (৯ মে) লামা আবুল টোব্যাকো কোম্পানির অফিসে ভয়াবহ ডাকাতি ঘটে। ডাকাতদল অফিসের স্টাফদের বেঁধে মারধর করে প্রায় ১ কোটি ৭২ লাখ টাকা লুট নিয়ে যায়। ঘটনার পর থেকেই পুলিশ গোয়েন্দা তৎপরতায় লিপ্ত রয়েছে এবং লুট হওয়া টাকার পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ।
What's Your Reaction?






