লাখের ঘুষ এখন ৫ লাখ, দেশজুড়ে সুশাসনের শূন্যতা - মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদকঃ
Jul 26, 2025 - 15:20
 0  2
লাখের ঘুষ এখন ৫ লাখ, দেশজুড়ে সুশাসনের শূন্যতা - মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশের শাসনব্যবস্থা ভেঙে পড়েছে এবং ঘুষ-দুর্নীতি লাগামহীন পর্যায়ে পৌঁছেছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, "আগে যে ব্যবসায়ীকে এক লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন তাকে পাঁচ লাখ টাকা ঘুষ দিতে হচ্ছে। দেশের কোথাও কোনো সুশাসন ও নিয়ন্ত্রণ নেই।"

রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমানের লেখা ‘অর্থনীতি শাসন ও ক্ষমতা : যাপিত জীবনের আলেখ্য’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের পুলিশ বাহিনীতেও কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। তিনি বলেন, রাতারাতি কোনো কিছু সংস্কার করা সম্ভব নয়, কিন্তু তার জন্য গণতান্ত্রিক চর্চা থামিয়ে রাখা যাবে না।

দেশের চলমান পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়ে তিনি বলেন, "কোনো কিছু চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এ জন্য কোনো রকম বিলম্ব না করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। গণতান্ত্রিক উপায়ে জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়ে সংস্কার করতে হবে।"

ভবিষ্যৎ অর্থনৈতিক চ্যালেঞ্জের বিষয়েও সরকারকে সতর্ক করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, "ট্রাম্পের ট্যারিফ (শুল্ক) সামনে বড় বিপদে ফেলতে পারে। মনে রাখবেন, রাজনৈতিক দল দেশের উন্নয়নে জনস্বার্থে সব সময় ইতিবাচক ভূমিকা পালন করবে।"

ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে মির্জা ফখরুলের এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow