র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত মে দিবস

বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নোয়াখালীর বেগমগঞ্জে আন্তর্জাতিক মে দিবস উদযাপন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন।
বৃহস্পতিবার (১ মে) সকালে চৌমুহনীতে শ্রম কল্যাণ কেন্দ্র, শ্রম অধিদপ্তর এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা ট্রাক ও কভারভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল বাহারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। তিনি বলেন, “শ্রমিকদের কল্যাণে সরকার শ্রমবান্ধব আইন কার্যকর করতে কাজ করছে। শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় প্রশাসন সবসময় আন্তরিক।” তিনি শ্রমিকদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাসও দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মিনিবাস মালিক ইউনিয়নের সভাপতি নুরুল আলম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, মিনিবাস মালিক সমিতির সভাপতি আমিরুল বাসার মান্না প্রমুখ।
এছাড়া বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন, বেগমগঞ্জ উপজেলা শাখাও একটি র্যালি বের করে মূল অনুষ্ঠানে যোগ দেয়। এতে অংশ নেন সংগঠনের সভাপতি দাউম উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, কার্যকরী সভাপতি জাহাঙ্গীর আলম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্যাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
What's Your Reaction?






