রামগড়ের সাবেক পৌর মেয়র কাজী রিপন গ্রেপ্তার

জনপ্রতিনিধিত্বের আসন থেকে অবসর নিলেও আইনের চোখ এড়াতে পারেননি রামগড় পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান প্রকাশ কাজী রিপন।
শনিবার (২৬ জুলাই) রাতে রামগড়ের ফেনীরকূল এলাকার নিজ বাসভবন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন ঘটনাটি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কাজী রিপন কুমিল্লার নাঙ্গলকোট থানায় যৌতুক নিরোধ আইনের ৩ নম্বর ধারায় দায়ের করা একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। ওই মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
What's Your Reaction?






