রাঙামাটির কাপ্তাই লেকে বিপদসীমার কাছাকাছি পানি
রাঙামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপদসীমার কাছাকাছি পৌঁছায় আগামীকাল সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টা থেকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট আংশিকভাবে খুলে দেওয়া হবে। এতে করে লেক থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে প্রবাহিত হবে।
রবিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টার পরপরই লেকের পানির উচ্চতা ১০৭ ফুটে পৌঁছে যায়। যা বিপদসীমার কাছাকাছি ধরা হয়। এর প্রেক্ষিতে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ম্যানেজার মাহমুদ হাসান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। একই সঙ্গে লেকের ইনফ্লো ও চলমান বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির প্রবাহ (ইনফ্লো) যদি আরও বৃদ্ধি পায় বা পানির উচ্চতা অপ্রত্যাশিতভাবে বাড়ে, তাহলে পর্যায়ক্রমে জলকপাট আরও বেশি খোলা হবে।
কাপ্তাই লেকের পানির লেভেল নিয়ন্ত্রণে এ ধরনের পদক্ষেপ নেওয়া হলেও এর ফলে কর্ণফুলি নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে প্লাবনের ঝুঁকি বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
What's Your Reaction?
রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ