যথাযোগ্য মর্যাদায় পালিত মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
May 1, 2025 - 14:10
 0  1
যথাযোগ্য মর্যাদায় পালিত মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস

“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”—এ প্রতিপাদ্যে ফরিদপুরের সদরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫।

বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সদরপুর উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।

এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা।

আলোচনায় বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থা অপরিহার্য। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার মাধ্যমে একটি শ্রমবান্ধব ও টেকসই সমাজ গঠনে সরকার কাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow