মাগুরায় ভূমি সেবা সহজ করতে চালু হলো ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jul 8, 2025 - 07:18
 0  3
মাগুরায় ভূমি সেবা সহজ করতে চালু হলো ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’

নাগরিকদের ভূমি সংক্রান্ত সেবা আরও সহজ, ডিজিটাল ও হয়রানিমুক্ত করতে মাগুরায় চালু হয়েছে 'ভূমি সেবা সহায়তা কেন্দ্র'। সোমবার (৭ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।

অনুষ্ঠানে তিনি ১৩ জন ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্যোক্তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিপত্রে স্বাক্ষর করেন এবং তাদের অনুমতিপত্র প্রদান করেন। এসব উদ্যোক্তা নির্ধারিত ফি’র বিনিময়ে সাধারণ জনগণকে নামজারি আবেদন, খতিয়ান আবেদন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন অনলাইনভিত্তিক ভূমি সেবায় সহায়তা করবেন।

জেলা প্রশাসক বলেন, “সরকারের লক্ষ্য হচ্ছে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। নির্ভরযোগ্য ও প্রশিক্ষিত উদ্যোক্তাদের মাধ্যমে এ সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে আমরা কাজ করছি।” তিনি আরও জানান, ডিজিটালাইজেশন ও স্বচ্ছতা নিশ্চিত করতে ভূমি সেবা সহায়তা কেন্দ্র নতুন দিগন্ত উন্মোচন করবে।

এ সময় অন্যান্য কর্মকর্তারাও বলেন, এ কেন্দ্রগুলো পরিচালিত হলে জনভোগান্তি হ্রাস পাবে, দুর্নীতির সুযোগ কমবে এবং ভূমি সেবায় স্বচ্ছতা আসবে।
স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা প্রত্যাশা করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow