মাগুরায় কৃষি ব্যাংক আমুরিয়া বাজার শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
May 5, 2025 - 12:15
May 5, 2025 - 12:35
 0  5
মাগুরায় কৃষি ব্যাংক আমুরিয়া বাজার শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন

মাগুরার আমুড়িয়া বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংক-এর শাখা নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ মে) সকালে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ ভবনের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক কুষ্টিয়া বিভাগের মহাব্যবস্থাপক উৎপল কবিরাজ। শাখা ব্যবস্থাপক মোঃ শরাফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক আকিঞ্চন বিশ্বাস, কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ আঃ আজিজ এবং মাগুরা আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা এম এম এ কাশেম।

এছাড়াও উপস্থিত ছিলেন কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা সাবরিনা, এডিআই ব্যবস্থাপক জাকির হোসেন, প্রধান শিক্ষক মোঃ জিন্নাহ ও প্রাক্তন চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সহকারী ম্যানেজার-২ আখতার হোসেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow