মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ কয়েকজনের করুণ মৃত্যুর ঘটনায় সারাদেশে চলছে শোকের ছায়া। সেই মর্মান্তিক ঘটনার নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে আয়োজন করা হয় বিশেষ দোয়া মাহফিল।
শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার হাফিজ খানের বাইপাস রোডের বাংলো বাড়িতে স্থানীয় বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা। প্রধান অতিথির বক্তব্যে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, “বিমান তো আবার কেনা যাবে, কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেসব তাজা প্রাণ অকালে ঝরে গেল, তা পৃথিবীর কোনো কিছুর বিনিময়েই ফেরত আনা সম্ভব নয়। তাই সরকারের কাছে আহ্বান থাকবে—এ ধরনের পুরনো ও ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমানগুলো বন্ধ করুন এবং ধ্বংস করুন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, আনোয়ার হোসেন খান, উপজেলা বিএনপির সহসভাপতি আশরাফ হোসেন মিলন, আবুল কালাম কানন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শহিদুল ইসলাম কারাল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম খান আযম, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ, যুবদলের আহ্বায়ক ফয়সাল আহাম্মদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, কৃষক দলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক অরুণ শেখ, আলমগীর আলম, আনোয়ার হোসেন রিদয়সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
দোয়া মাহফিল শেষে নিহতদের আত্মার মাগফেরাত, আহতদের সুস্থতা ও মাইলস্টোন ট্র্যাজেডির পুনরাবৃত্তি যেন আর না ঘটে সে কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত সকলে এ সময় অশ্রুসজল নয়নে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান।
What's Your Reaction?






