ভাঙ্গায় বাস দুর্ঘটনায় জামায়াত নেতা সহ নিহত ২, আহত ৮

মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর)
Jul 19, 2025 - 19:03
 0  4
ভাঙ্গায় বাস দুর্ঘটনায় জামায়াত নেতা সহ নিহত ২, আহত ৮

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ (৫২) ও মোহাম্মদ আমানত শেখ (৫৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। দুর্ঘটনাটি ঘটে শনিবার রাত ৩টার দিকে ভাঙ্গা মডেল মসজিদের সামনে খুলনা-ঢাকা মহাসড়কে।

জানা যায়, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সমাবেশে অংশ নিতে খুলনা থেকে প্রায় ২৬০টি বাসে করে জামায়াত নেতাকর্মীরা ঢাকায় রওনা হন। পথে ভাঙ্গা মডেল মসজিদের সামনে যাত্রাবিরতির সময় চা পান করছিলেন তারা। এসময় একটি বাসের ব্যানার খুলে গেলে সেটি ঠিক করতে যান মাওলানা আবু সাঈদসহ কয়েকজন। হঠাৎ পেছন থেকে রয়্যাল পরিবহনের একটি দ্রুতগামী বাস এসে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মাওলানা আবু সাঈদের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আমানত শেখসহ আরও কয়েকজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকালে আমানত শেখও মারা যান। নিহত আমানত শেখ খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা এলাকার মো. ইসমাইল শেখের ছেলে। মাওলানা আবু সাঈদ ছিলেন চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসার সহকারী মৌলভী। তিনি চালনা পৌরসভার মৃত শহর আলীর পুত্র এবং তার স্ত্রী ও চার কন্যা রয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow