ভাঙ্গায় তিনদিনব্যাপী ভূমি মেলার সমাপ্তি, পুরস্কার বিতরণে আনন্দঘন পরিবেশ

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
May 27, 2025 - 22:33
 0  3
ভাঙ্গায় তিনদিনব্যাপী ভূমি মেলার সমাপ্তি, পুরস্কার বিতরণে আনন্দঘন পরিবেশ

“ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় তিনদিনব্যাপী ভূমি মেলার সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (২৭ মে) বিকেলে সম্পন্ন হয়েছে।

উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সাব-রেজিস্টার পারভেজ খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুব হোসেন মোতালেব, সাংবাদিক এ.টি.এম ফরহাদ নান্নু ও মোঃ শাহাদাত হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইন্দ্রজিৎ দত্ত, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান, একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ কাওসার মাতুব্বরসহ বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বিশিষ্ট নাগরিক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সমাপনী অনুষ্ঠানের শেষভাগে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একইসঙ্গে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসে প্রিন্টার ও স্ক্যানার বিতরণ করেন ইউএনও মোঃ মিজানুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow