বাগমারায় পুলিশ আক্রান্ত ও আসামি ছিনিয়ে নিয়ে হত্যার প্রধান আসামি হাবিব গ্রেপ্তার
রাজশাহীর বাগমারায় পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামি হাবিব আলী (২২) অবশেষে গ্রেপ্তার হয়েছে। র্যাব-৫ এর একটি দল রবিবার (১ জুন) দিনগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তারের সময় হাবিব আলীর কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়।
হাবিব আলী নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী গ্রামের এমদাদুল হকের ছেলে।
র্যাব জানায়, গত ৪ এপ্রিল বাগমারা উপজেলার রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে আমিনুল ইসলাম ওরফে আমিরুল নামের এক ব্যক্তি ধারালো ছুরি দিয়ে রাজ্জাক প্রামানিককে হত্যা করে। ঘটনার পর স্থানীয়রা হত্যাকারী আমিরুলকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। কিন্তু থানায় নেওয়ার পথে প্রায় ১ থেকে ১.২ হাজার উত্তেজিত লোক পুলিশের ওপর হামলা চালিয়ে আমিরুলকে ছিনিয়ে নেয়।
পরবর্তীতে জনতা প্রকাশ্য দিবালোকে আমিরুলকে বেধড়ক মারধর করে, লাঠি ও ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। এ নৃশংস ঘটনা এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে দেয়।
ঘটনার পর বাগমারা থানার ওসি বাদী হয়ে একটি হত্যা ও সরকারি কর্তব্য পালনে বাধাদান মামলার দায়ের করেন। এরপর থেকেই মামলার আসামিরা আত্মগোপনে চলে যায়। অভিযুক্তদের ধরতে র্যাব ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারি জোরদার করে।
তদন্তের ধারাবাহিকতায় হাবিব আলীকে গ্রেপ্তার করা হয় এবং তাকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে এ ঘটনায় জড়িত আরও দুই আসামি—খোরশেদ আলম (৪৫) ও ভুটু প্রামানিক (৪২)–কে গত ২০ মে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, এ মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ