নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১

নওগাঁয় চলমান পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগকে ঘিরে প্রতারণার অভিযোগে আব্দুল মতিন (৫৩) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে শহরের চকদেবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার আব্দুল মতিন নওগাঁ সদর উপজেলার মল্লিকপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।
অভিযানের সময় তার কাছ থেকে কয়েকটি ব্যাংকের সাক্ষরিত ব্ল্যাংক চেক ও ১০ লাখ টাকার বিনিময়ে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার একটি চুক্তিনামা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফারজানা হোসেন বলেন, “চলমান টিআরসি নিয়োগকে কেন্দ্র করে একটি দালাল চক্র প্রতারণার মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে আব্দুল মতিনকে হাতেনাতে গ্রেফতার করে।”
তিনি আরও জানান, “গ্রেফতারের পর তার বাসায় তল্লাশি চালিয়ে একই ধরনের আরও একটি চুক্তিপত্র উদ্ধার করা হয়েছে। উভয় চুক্তিপত্রেই ১০ লাখ টাকার বিনিময়ে পুলিশে নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মতিন নিজেকে প্রার্থীদের ‘চাকরি পাইয়ে দেওয়ার মধ্যস্থতাকারী’ বলে দাবি করেন। তবে তার সঙ্গে জড়িত অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
What's Your Reaction?






