বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল এর উদ্যোগে হামিরদী ইউনিয়নে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Apr 27, 2025 - 23:30
 0  3
বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল এর উদ্যোগে হামিরদী ইউনিয়নে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নে ২৭ এপ্রিল রবিবার ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই ক্যাম্পে প্রায় ৫০০ থেকে ৬০০ নারী-পুরুষ সেবা নেন। এ কার্যক্রমের জন্য আনোয়ারা মান্নান বেগ ফাউন্ডেশনের মহাসচিব স্থপতি মুজাহিদ বেগ এর সার্বিক সহযোগিতায় ক্যাম্পটি আয়োজন করা হয়।

বাংলাদেশ আই ট্রাস্ট হসপিটাল থেকে ডাঃ আরাফাত হোসেন সহ ৭ সদস্যের একটি টিম ক্যাম্পে সেবা প্রদান করেন। সেবা নিতে আসা গরিব ও অসহায় রোগীদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হয়, যার মধ্যে ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা, বাছাইকৃত ছানি রোগীদের জন্য বিনামূল্যে ডায়াবেটিস ও ব্লাড প্রেসার পরীক্ষা। এছাড়া, ফ্যাকো পদ্ধতিতে বিদেশি সফট লেন্স দ্বারা প্যাথামুক্ত, সেলাইবিহীন, রক্তপাত ছাড়া ছানি অপারেশন করা হয় এবং অপারেশনের পরে বিনামূল্যে কালো চশমা ও ঔষধ প্রদান করা হয়।

এ ক্যাম্পে সেবা নিতে আসা অনেকেই জানান, "চোখে ছানি পড়ার কারণে এবং টাকার অভাবে আমরা চোখ থাকতেও অন্ধ হয়ে ছিলাম। তবে আজকের এই সেবা পেয়ে আমরা খুবই খুশি। সৃষ্টিকর্তার রহমত এবং আয়োজকদের সহযোগিতায় হয়তো এখন চোখের দৃষ্টি ফিরে পাবো।"

এই উদ্যোগের মাধ্যমে গরিব ও অসহায় মানুষের জন্য একটি নতুন আশার আলো দেখা দিয়েছে, যা তাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow