পদ্মায় অবৈধ বাঁধ উচ্ছেদ, কারেন্ট জাল–চায়না দুয়ারি জব্দ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর মৎস্য সম্পদ রক্ষায় আবারও কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদ্মার বিভিন্ন পয়েন্টে পরিচালিত অভিযানে একটি অবৈধভাবে নির্মিত বাঁধ (কাটা) উচ্ছেদ করা হয়। একই সঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩৫টি চায়না দুয়ারি জাল।
উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লবের নেতৃত্বে এ অভিযানে অংশ নেয় চরভদ্রাসন থানার একটি দক্ষ পুলিশ টিম। পাশাপাশি উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও মাঠে সক্রিয় ভূমিকা পালন করেন।
অভিযান শেষে জব্দকৃত সব নিষিদ্ধ জাল স্থানীয় জনতার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় জেলে, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “অবৈধ বাঁধ ও নিষিদ্ধ জালের কারণে পদ্মায় মা-মাছসহ সব ধরনের মাছের প্রজনন ও অবাধ বিচরণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব অনিয়ম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কেউ ছাড় পাবে না।”
স্থানীয় জেলেরা অভিযানকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে জানান, কারেন্ট জাল ও চায়না দুয়ারির কারণে নদীতে মাছের পরিমাণ ক্রমেই কমে আসছে। নিয়মিত অভিযান হলে আবারও পদ্মায় মাছের প্রাচুর্য ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।
মৎস্য দপ্তর জানায়, চলতি মৌসুমে চরভদ্রাসনে এমন অভিযান নিয়মিতভাবে চালানো হচ্ছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
What's Your Reaction?
আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ