গণভোট-নির্বাচন একসঙ্গে হলে বিভ্রান্তি তৈরি হবে: এটিএম আজহারুল ইসলাম

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Dec 3, 2025 - 00:06
 0  7
গণভোট-নির্বাচন একসঙ্গে হলে বিভ্রান্তি তৈরি হবে: এটিএম আজহারুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হলে জনগণ বিভ্রান্তিতে পড়বে। তাই জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, “একইদিনে নির্বাচন হলে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় সরকারকেই বহন করতে হবে।”

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল কাদের মোল্লার বাড়ির উঠানে ফরিদপুর–৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

এটিএম আজহারুল ইসলাম বলেন, “আমরা আর প্রহসনের নির্বাচন দেশে হতে দেব না। কেউ ব্যালট পেপার ছিনতাই করতে এলে প্রতিরোধ গড়ে তোলা হবে।” তিনি আরও বলেন, স্বাধীনতার পর ৫৪ বছরে দেশের প্রত্যাশিত উন্নতি হয়নি। সম্পদের অভাব না থাকলেও অভাব রয়েছে সৎ রাজনৈতিক নেতৃত্বের। জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে আল্লাহর আইনে দেশ পরিচালিত হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি স্মৃতিচারণ করে বলেন, “শহীদ আব্দুল কাদের মোল্লা আর আমি একসঙ্গে জেলে ছিলাম। তিনি আমাকে বলেছিলেন—‘আমি নির্দোষ হয়েও ইসলামের জন্য শাহাদাত বরণে প্রস্তুত।’”

গণসমাবেশে এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, “দেশে অভাব নেই। যদি অভাব থাকত, তবে কোটি কোটি টাকা বিদেশে পাচার হতো না। এই লুট করা টাকা দেশে থাকলে বাংলাদেশ একটি নয়, একাধিক সিঙ্গাপুরে পরিণত হতে পারত।” তিনি আরও বলেন, “আমরা কাউকে আক্রমণ করব না, তবে আক্রমণ এলে ছাড় দেব না।”

সমাবেশে শহীদ আব্দুল কাদের মোল্লার পুত্র হাসান জামিল এবং শহীদ আলী আহসান মুহাম্মদ মুজাহিদের পুত্র আলী আহম্মদে আল তাহকীক তাঁদের বাবাদের স্মৃতি স্মরণ করে আবেগঘন বক্তব্য রাখেন। এতে পুরো সমাবেশস্থলে আবেগময় পরিবেশ সৃষ্টি হয়।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর–৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তাঁদের দাবি—সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত হলে দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও লুটপাট নির্মূল হবে।

আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে জেলা আমীর বদরুদ্দীন উমরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী মনোনীত ফরিদপুর–৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সরোয়ার হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মুহাম্মদ সামসুল ইসলাম আল বরাটি, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াহাব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা রেজাউল করিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি মুহাম্মদ জাকির হুসাইন, শহীদ কাদের মোল্লার ভাই মাইনদ্দিন মোল্লাসহ কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow