ফরিদপুর প্রেসক্লাবে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Aug 31, 2025 - 15:48
 0  2
ফরিদপুর প্রেসক্লাবে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠক

ফরিদপুর প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে আবারও রেনেসাঁ সৃষ্টির ডাক দিয়েছে হেযবুত তওহীদ। রবিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে ‘মানবসৃষ্ট ব্যবস্থায় শান্তি আসবে না, স্রষ্টার সার্বভৌমত্বে ফিরে যেতে হবে’ শীর্ষক এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম নিকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম উখবাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান।

তার বক্তব্যে তিনি বলেন, “একটি রাষ্ট্রের শান্তি ও শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যবস্থার উপর। ইতিহাস সাক্ষী, মানবসৃষ্ট কোনো মতবাদ পৃথিবীতে শান্তি আনতে পারেনি; বরং সংঘাত ও বৈষম্য সৃষ্টি করেছে। একমাত্র আল্লাহ প্রদত্ত জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে সক্ষম।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম নিকন, বরিশাল অঞ্চলের আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর প্রেসক্লাবের সদস্য সাজ্জাদ হোসেন রনি, পান্না বালা, আশরাফুজ্জামান দুলাল ও হাসানুজ্জামান বিজয় পোদ্দার।

বক্তারা তাঁদের আলোচনায় মৌলিক সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রস্তাবিত সংস্কারের বিষয়গুলোর মধ্যে রয়েছে—রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচার ব্যবস্থা, মসজিদ ব্যবস্থা, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ও বাকস্বাধীনতা, নারীর মর্যাদা ও ভূমিকা, সামাজিক সুরক্ষা, মন্ত্রীপরিষদ ও আনুগত্যের ধারাবাহিকতা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow