পিরোজপুরে ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাত ৮টায় পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি মশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।
এই কর্মসূচিতে অংশ নেন জেলা নাগরিক কমিটি, পিরোজপুর গণঅধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। পথসভায় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম মান্না, সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহরিয়ার অভি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আলামিন ও ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, নুরুল হক নুরের ওপর হামলা সম্পূর্ণ অন্যায় ও নিন্দনীয়। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মশাল মিছিল ও সমাবেশে পিরোজপুর জেলা গণঅধিকার পরিষদ, জাতীয় নাগরিক কমিটি পিরোজপুর জেলা শাখা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






