ফরিদপুরে ভুয়া সাংবাদিককে পুরস্কার প্রদান প্রসঙ্গে মানববন্ধন ও স্মারকলিপি

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Aug 17, 2025 - 16:03
 0  2
ফরিদপুরে ভুয়া সাংবাদিককে পুরস্কার প্রদান প্রসঙ্গে মানববন্ধন ও স্মারকলিপি

ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের ব্যানারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা ও হত্যা চেষ্টার মামলার আসামি এবং ভুয়া পরিচয় ব্যবহারকারী কথিত সাংবাদিক শেখ ফয়েজ আহমেদ ও চরভদ্রাসনের ভুয়া জিটিভি প্রতিনিধি ইমরান হোসাইনকে “জুলাই গণঅভ্যুত্থানে সাহসী আহত সাংবাদিক সম্মাননা পুরস্কার” প্রদান করার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, প্রেসক্লাবের সদস্য মফিজ ইমাম মিলন, পান্না বালা, হারুন আনসারি, এস এম মনিরুজ্জামান, শ্রাবণ হাসান, মধুখালী প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান মুন্নু, সালথা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান।

বক্তারা বলেন, শেখ ফয়েজ আহমেদ নামের একজন ভুয়া সাংবাদিককে এ ধরনের পদক প্রদানের মাধ্যমে সাংবাদিক কল্যাণ সংস্থা একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রকৃত সাংবাদিকদের অবমাননা করা হয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকে সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের বাদ দিয়ে বিতর্কিত একজন ব্যক্তিকে পুরস্কৃত করার যুক্তি নেই।

তারা অভিযোগ করেন, শেখ ফয়েজ ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছেন, ফ্যাসিস্ট সরকারের সুবিধা ভোগ করেছেন এবং আন্দোলনের সময় ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে ছাত্র আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। তিনি একজন প্রতারক হিসেবে চিহ্নিত, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং জেল খাটার ইতিহাসও আছে।

বক্তারা অবিলম্বে তার বিরুদ্ধে প্রদত্ত পুরস্কার প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া ও ছাত্র জনতার উপর হামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতারের দাবি করেন।

মানববন্ধন শেষে সাংবাদিকরা ফরিদপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow