ফরিদপুরে অনুন্নত এলাকার প্রতিনিধিদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা

ফরিদপুর শহরের ২৪টি অনুন্নত এলাকার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৩ মে) বিকেল ৫টায় গোয়ালচামট পৌর অডিটোরিয়ামে ফরিদপুর কমিউনিটি ইম্প্রুভমেন্ট ফেডারেশন (সিআইএফ)-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইএফ-এর সভাপতি শেখ আবুল কাসেম। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাঈয়ুম জঙ্গী, জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা কৃষকদলের সভাপতি রেজাউল করিম ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রশিদ বাচ্চু।
সভায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে বক্তারা অনুন্নত এলাকার জনগণের সমস্যা তুলে ধরেন। তাঁরা বলেন, এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে টিউবওয়েলের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রত্যেক সুবিধাবঞ্চিত পরিবারকে ভিজিএফ কার্ড প্রদানের দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, “মাদক এখন একটি ভয়াবহ সামাজিক সমস্যা। এ সমস্যার জন্য যারা দায়ী, তাদের দ্রুত গ্রেফতার করে সমাজকে মাদকমুক্ত করতে হবে।”
অনুষ্ঠানের শেষাংশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
What's Your Reaction?






