ফরিদপুরের ভাঙ্গায় ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ হাজার বনজ ও ফলজ গাছের চারা বিতরণ

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 20, 2025 - 20:36
 0  1
ফরিদপুরের ভাঙ্গায় ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ হাজার বনজ ও ফলজ গাছের চারা বিতরণ

“গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৬ হাজার বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

রবিবার (২০ জুলাই) দুপুরে ভাঙ্গা উপজেলা পরিষদ সংলগ্ন কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় এ চারা বিতরণ কর্মসূচি। ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নিম, বেল, জাম ও কাঁঠাল গাছের চারা তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি, পরিবেশ সংরক্ষণ, পুষ্টির চাহিদা পূরণ ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

এছাড়াও কর্মসূচিতে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, সরোয়ার হোসেন ও শাহাদাৎ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, এমএম শাফিনুর হাসান, যুগল বিশ্বাস, দীপিকা দাসসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব চিন্তাধারা গড়ে তুলতে এবং গাছের গুরুত্ব সম্পর্কে জানাতে এ কর্মসূচি অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow